লুধিয়ানায় কারখানার গ্যাস লিকে ১০ জনের মৃত্যু, অসুস্থ ১২

লুধিয়ানা, ৩০ এপ্রিল(হি.স.) : রবিবার সাত সকালেই বিপত্তি। লুধিয়ানায় এক কারখানায় বিষাক্ত গ্যাস লিকের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও ১২ জন। দুর্ঘটনার খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

লুধিয়ানার মহকুমা শাসক স্বাতী তিওয়ানা জানিয়েছেন, রবিবার সকালে গিয়াসপুরার একটি কারখানা থেকে আচমকাই বিষাক্ত গ্যাস লিক হয়ে ছড়িয়ে পড়ে। ওই বিষাক্ত গ্যাস নিমিষেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েন। আচমকাই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শ্বাসকষ্ট দেখা যায়। চোখের পলকেই অনেকে নিস্তেজ হয়ে পড়েন। গ্যাস লিকের ঘটনা জানানো হয় পুলিশকে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। অসুস্থদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকি‍ৎসকদের দলকেও এলাকায় পাঠানো হয়েছে। কীভাবে কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটল তা জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে লুধিয়ানার মহকুমা শাসক জানিয়েছেন। গ্যাস লিকের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত সিং মান। অসুস্থদের সবরকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন।