নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ খোয়াই নতুন টাউন হলে আজ সাংসদ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে দেশের বিখ্যাত হাসপাতালের শিশুরোগ, স্নায়ুরোগ, হৃদরোগ, ’রোগ, দন্ত, অস্থি, চর্ম, চোখ, নাক, কান, গলা ও মেডিসিন বিভাগের বিশেষ’ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন৷ তাছাড়া রাজ্যের বিশেষ’ চিকিৎসকগণও এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন৷ শিবিরে বিশেষ’ চিকিৎসকগণ ৪২৮ জন রোগীর চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ দেন৷ এছাড়া রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষাও বিনামূল্যে করা হয়৷ উল্লেখ্য, রাম মনোহর লোহিয়া, সফদরজং, পিজিআই ও ম্যা’ হাসপাতালের বিশেষ’ চিকিৎসকগণ শিবিরে রোগীদের চিকিৎসা করেন৷
সাংসদ বিপ্লব কুমার দেব আজ এই স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় সাংসদ শ্রী দেব স্বাস্থ্য শিবিরে রোগী ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন৷ শিবিরে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেত’ত্বে দেশে চিকিৎসা পরিষেবার ব্যাপক পরিবর্তন এসেছে৷ ভারতের স্বনামধন্য হাসপাতাল থেকে চিকিৎসকগণ স্বেচ্ছায় স্বাস্থ্য পরিষেবা দিতে এসেছেন৷ এতে স্থানীয় জনসাধারণ খুব সহজেই উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন৷
শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথশর্মা, জিলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুুবত মজমদার, খোয়াই প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, মহকুমা শাসক বিজয় সিনহা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. নির্মল সরকার প্রমুখ৷