সদর ‘এ’-১৬৭/২(২০)
খোয়াই-৮৬/৩(২০)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।।প্রত্যাশিতভাবেই ফাইনালে উঠলো সদর ‘এ’। প্রথম সেমিফাইনালে কার্যত একতরফা খেলে পরাজিত করলো খোয়াই মহকুমাকে। ৮১ রানে। রাজ্য সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সদর ‘এ’-র গড়া ১৬৭ রানের জবাবে খোয়াই মহকুমা মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের মৌচৈতি দেবনাথ শতরান এবং ঋজু সাহা অর্ধশতরান করেন। আগামীকাল ফাইনালে সদর ‘এ’ খেলেব শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে। বড় কোনও অঘটন না ঘটলে এবারও রাজ্য সেরা হতে চলেছে সদর ‘এ’। কারন, অভিজ্ঞতা এবং শক্তির বিচারে শান্তিরবাজার থেকে অনেক এগিয়ে অন্নপূর্ণা দাসের সদর ‘এ’ দল। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সদর ‘এ’ নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে নিকিতা দেবনাথকে (০) হারানোর পর সদর ‘এ’-র হয়ে রুখে দাঁড়ান ওপেনার মৌচৈতি দেবনাথ এবং ঋজু সাহা। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। সেট হতেই মৌচৈতি দ্রুত রান তোলার দিকে নজর দেন। বল অনবরত সীমানার বাইরে পাঠাতে থাকেন মৌচৈতি। তঁাকে যোগ্য সঙ্গ দেন ঋজু। দ্বিতীয় উইকেটে ওই জুটি ১১৩ বল খেলে ১৫৮ রান যোগ করেন। ঋজু ৫৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে জাসমিন করের বলে তঁার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে সদর ‘এ’ ১৬৭ রান করে। মৌচৈতি ৫৯ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৭ রানে এবং মামন রবি দাস ১ রানে অপরাজিত থেকে যান। খোযাই এর পক্ষে হিরামণি গৌর (১/২৫) এবং জাসমিন কর (১/৪১) সফল বোলার। জবাবে খেলতে নেমে সদর ‘এ’-র বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়। গ্রুপ লিগের ম্যাচের পর সেমিফাইনালেও উজ্জল ছিলেন খোয়াই এর ওপেনার দেবাদ্রিতা দেব। একাই কার্যত টানলেন দলকে। করলেন ৪৩ রান ৭২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে। এছাড়া দলের পক্ষে জাসমিন কর ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ (অপ:) এবং মাম্পি দেবনাথ ২১ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। সদর ‘এ’-র পক্ষে প্রীয়াঙ্কা আচার্য (১/৯),প্রীয়াঙ্কা সাহা (১/১০) এবং মামন রবি দাস (১/১৪) সফল বোলার। ম্যাচের সেরা হয়েছেন সদর ‘এ’-র মৌচৈতি দেবনাথ।