আগরতলা, ২৯ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় স্বাস্থ্য ব্যবস্থায় বর্তমানে ব্যাপক পরিবর্তন এসেছে। আজ খোয়াই টাউন হলে মেগা স্বাস্থ্য শিবিরে এমটাই দাবি করেছেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় নাগরিকের স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে খোয়াই টাউন হলে আয়োজিত হয়েছে দ্বিতীয় পর্বের সাংসদ স্বাস্থ্য শিবির। এদিন খোয়াই সহ তৎসংলগ্ন এলাকা থেকে বড় মাত্রায় স্বাস্থ্য সচেতন নাগরিকরা এর পরিষেবা সুফল গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, ত্রিপুরায় আরও একটি জেলায় এমনই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।
তারঁ দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে চিকিৎসা পরিষেবার পাশাপাশি ত্রিপুরায়ও ব্যাপক পরিবর্তন দেখা গিয়েছে। শুক্রবার প্রথম শিবির অনুষ্ঠিত হয়েছে মোহনপুর স্বামী বিবেকানন্দ মহা বিদ্যালয়ে। আজ খোয়াই টাইন হলে মেগা স্বাহ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। তেমনি আগামীকাল শান্তিরবাজার বালিকা উচ্চ বিদ্যালয়েও মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে।

