নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ করবুক ব্লকের নিউ গোমতী এডিসি ভিলেজের গ্রোয়িংনাং পাড়ায় আজ পুনর্বাসনপ্রাপ্ত ব্রু শরনার্থীদের আর্থসামাজিক মান উন্নয়ন নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ পর্যালোচনা সভায় ব্রু শরনার্থীদের আর্থসামাজিক মান উন্নয়ন ও এলাকায় উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর বিস্তারিত আলোচনা হয়৷ তাছাড়াও গ্রোয়িংনাং পাড়ায় বসবাসরত ব্রু শরনার্থীদের ২০ জন যুবক যুবতীকে নিয়ে দক্ষতা উন্নয়ন দপ্তর থেকে আজ ১০ দিনব্যাপী এক প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়েছে৷ রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন৷ ব্রু শরনার্থী পরিবারের ছেলে মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে৷
পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান সচিব পুনিত আগরওয়াল, গোমতী জেলার জেলাশাসক গবেকার ময়ূর রতিলাল, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস এবং গোমতী জেলা ও করবুক মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷ সভায় গ্রোয়িংনাং পাড়ায় বিদ্যৎ পরিষেবা প্রদান, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে ব শরনার্থীদের রোজগার সৃষ্টি করা, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে স্বসহায়ক দল গঠন করে মহিলাদের স্বাবলম্বী করা, প্রাণীপালন, শিক্ষা ব্যবস্থা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়৷ পর্যালোচনা সভার পর প্রধান সচিব পুনিত আগরওয়াল ও অন্যান্য আধিকারিকগণ গ্রোয়িংনাং পাড়ার নির্মীয়মান হেলথ এণ্ড ওয়েলনেস সেন্টার, আইসিডিএস সেন্টার, ইংলিশ মিডিয়াম সুকল ও ব্রু শরনার্থী পরিবারের আবাসগুলি পরিদর্শন করেন৷ পরিদর্শন শেষে প্রধান সচিব এসমস্ত নির্মাণ কাজ দ্রত শেষ করার নির্দেশ দেন৷ মহকুমা শাসক পার্থ দাস জানান, গ্রোয়িংনাং পাড়ায় ব শরনার্থীদের পুনর্বাসনের লক্ষ্যমাত্রা ছিল ৩০০টি পরিবার৷ এখন পর্যন্ত এই পড়ায় ২৬৪টি পরিবার পুনর্বাসন পেয়েছেন৷ অবশিষ্ট পরিবারগুলিও খুব শীঘই এখানে চলে আসবে৷ তাছাড়া খুব শীঘই ব্রু শরনার্থী পরিবারগুলির জন্য গ্রোয়িংনাং পাড়ায় একটি নায্যমূল্যের দোকানও খোলা হবে৷