মুম্বই, ২৯ এপ্রিল(হি.স.) : মুম্বইতে অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) দল তিনটি ভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার মাদকসহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করেছে। এই সমস্ত অভিযুক্তদের এএনসি দল পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার এএনসি-র ওয়ারলি দল গোরেগাঁওয়ের সন্তোষ নগর এলাকায় অভিযান চালিয়ে ৭৫ গ্রাম এমডি ড্রাগ সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। একইভাবে, এএনসি-র ঘাটকোপার দল মহিমের কাসলুনা বিল্ডিংয়ের কাছে অভিযান চালিয়ে ৬৮ গ্রাম এমডি সহ ২৪ বছর বয়সী যুবককে গ্রেফতার করে। ওই যুবকের কাছ থেকে জব্দ করা এমডির মূল্য ১৩ লাখ ৬০ হাজার টাকা। এছাড়াও এএনসি-র বান্দ্রা দল সায়ন-মাহিম জোড় রোড থেকে ৫২ গ্রামের এমডি সহ দুই যুবককে গ্রেফতার করেছে। উভয়ের কাছ থেকে জব্দ করা এমডির মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, মাদকসহ আটক সকল আসামির বয়স ২১ থেকে ২৮ বছর।