ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।।
এবারই প্রথম। পূর্বোত্তরের কেউ ডাক পেলেন সাউথ এশিয়ান গেমসে। কম্বোডিয়াতে ৫ মে থেকে ১৭ মে পর্যন্ত চলবে সাউথ এশিয়ান টেনিস প্রতিযোগিতা। তাতে আন্তর্জাতিক টেকনিক্যাল অফিসিয়াল হিসাবে ডাক পেলেন রাজ্য টেনিস সংস্থার সচিব সুজিত রায়। ৩ মে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওযার জন্য উদ্যোক্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়। রাজ্য টেনিস সংস্থার সচিব খোদ এখবর জানান। তিনি বলেন,”আন্তর্জাতিক টেকনিক্যাল অফিসিয়াল হিসাবে ডাক পাওয়ায় আমি গর্বিত। চেষ্টা করবো যদি যাই ওই আসরে তাহলে নিজের দায়িত্ব যথাযথ পালন করতে”। মোট ৩৭ টি ইভেন্টে হবে খেলা। তাতে ১১ টি দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে।