ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।।
উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। শান্তিরবাজার স্কুল মাঠে উত্তর তাউখোমা স্কুল খেলবে শান্তিরবাজার স্কুলের বিরুদ্ধে এবং বাইখোরা স্কুল মাঠে । শনিবার থেকে শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থার উদ্যোগে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। এবছর আসরে অংশ নিয়েছে ৬টি স্কুল দল: বাইখোরা ইংলিস মিডিয়াম স্কুল, বৃন্তক শিক্ষা নিকেতন, জোলাইবাড়ি স্কুল, উত্তর তাউখোমা স্কুল, শান্তিরবাজার স্কুল এবং মুহুরিপুর ইংলিশ মিডিয়াম স্কুল। ৭ মে পর্যন্ত চলবে লিগ পর্যায়ের খেলা। ৯ মে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। ফাইনাল ১১ মে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব সাধুঅং মগ আসরের ক্রীড়াসূচী ঘোযনা করেন। এদিকে আসরে সাফল্য পেতে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে সবকটি দল বলে জানা গেছে। এদিকে, মহকুমা ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও দুটি মাঠকে সাজিয়ে তোলা হয়েছে যাতে ক্রিকেটাররা নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে পারে।