মহিলা ক্রিকেটের সেমিফাইনালে আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।।

দুটি সেমিফাইনাল ম্যাচ আগামীকাল। এম বি বি স্টেডিযামে সদর-এ খেলবে আসরের কালোঘোড়া খোয়াই-‌এর বিরুদ্ধে এবং নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে শান্তিরবাজার খেলবে তেলিয়ামুড়া মহকুমার বিরুদ্ধে। ত্রিপুরা ক্রিকেট সংস্থা আয়োজিত রাজ্য সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ৪ দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়।  সেমিফাইনালে সদর-এ এবং শান্তিরবাজার ফেভারিট হিসাবে মাঠে নামলেও খোয়াই কিন্তু কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। পীযুষ দেব-‌এর মেয়েরা গ্রুপ লিগে ছিল অপ্রতিরোধ্য। তবে অভিজ্ঞতায় এগিয়ে থেকে মাঠে নামবেন অন্নপূর্ণা-‌রা। অপরদিকে শান্তিরবাজার মহকুমার ব্যাটিং গভীরতা অনেক ভালো। আসরে অংশ নেওয়া সবকটি দল থেকে এগিয়ে দক্ষিণ জেলার ওই মহকুমার ব্যাটিং গভীরতা। ফলে তেলিয়ামুড়ার বিরুদ্ধে অনেকটা অনায়াসেই জয় পেতে পারে শান্তিরবাজার। তবে আত্মতুষ্টিত ভুগলে খেসারত দিতে হবে দলকে।‌‌ চার দলই নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *