কর্ণাটকের নির্বাচন ”পরিবারবাদ” ও ”বিকাশবাদ”-এর মধ্যে লড়াই : জে পি নাড্ডা

কংগ্রেস ও জেডিএস-এর তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, কর্ণাটকের এই নির্বাচন ”পরিবারবাদ” ও ”বিকাশবাদ”-এর মধ্যে লড়াই। কর্ণাটকের জনগণের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা যদি কর্ণাটকে উন্নয়ন ও সমৃদ্ধি বাড়াতে চান, তাহলে ”বিকাশবাদ” বেছে নিন, বিজেপিকে বেছে নিন। শুক্রবার কর্ণাটকের সোরাবা-তে একটি নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেছেন, জেডিএসকে ভোট দেওয়া মানে কংগ্রেসকে ভোট দেওয়া এবং কংগ্রেসকে ভোট দেওয়া মানে পিএফআই-কে ভোট দেওয়া। এরা সব দলই অসামাজিক তত্ত্বকে মদদ দিচ্ছে। সেজন্য বিজ্ঞতার সঙ্গে ভোট দিতে হবে। নাড্ডার কথায়, বিজেপির সমস্ত কল্যাণমূলক উদ্যোগকে মানুষের কাছে পৌঁছতে বাধা দিয়েছিলেন সিদ্দারামাইয়া। এমন মানুষকে কখনও ক্ষমতায় আনবেন না। কংগ্রেস সরকার সম্পূর্ণরূপে দুর্নীতি ও কেলেঙ্কারিতে নিমজ্জিত। ২০১৬ সালের মালাপ্রভা খাল কেলেঙ্কারি, ২০১৪ সালের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, ২০১৮ সালের পুলিশ নিয়োগ কেলেঙ্কারি, তালিকা আরও রয়েছে।