সম্বলপুর হিংসার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করল বিজেপি

নয়াদিল্লি, ২৮ এপ্রিল(হি.স.) : হনুমান জয়ন্তী মিছিলে ওডিশার সম্বলপুরে হিংসার ঘটনার জন্য শোক প্রকাশ করে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এই কমিটিতে রয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ ব্রজলাল, ঝাড়খণ্ডের রাজ্যসভার সাংসদ সমীর ওরাওঁ, ঝাড়খণ্ডের সাংসদ আদিত্য সাহু এবং পশ্চিমবঙ্গের সাংসদ জ্যোতির্ময় সিং মাহতো। এই তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে রাষ্ট্রপতির কাছে ঘটনার প্রতিবেদন হস্তান্তর করবে।প্রসঙ্গত,ওডিশার সম্বলপুরে হনুমান জয়ন্তী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রার সময় দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। এরপর এলাকায় উত্তেজনা বেড়ে যায় এবং দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়। সহিংসতায় জড়িত দুর্বৃত্তরা বেশ কয়েকটি গাড়ি ও দোকানে আগুন দিয়েছে। সংঘর্ষে পাথর ছুঁড়ে আহতও হয়েছেন অনেকে। এর পর সম্বলপুরে কারফিউ জারি করতে হয়।