নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): আম আদমি পার্টির নেতা ও দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস এভিনিউ আদালত। শুক্রবার আবগারি নীতি মামলায় সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির এই আদালত। প্রসঙ্গত, এই মামলায় গত ৯ মার্চ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি।
এদিকে, আবগারি মামলায় অন্য অভিযুক্ত রাজেশ যোশি এবং গৌতম মালহোত্রার জামিনের আবেদন আগামী ৬ মে পর্যন্ত স্থগিত করেছে আদালত।

