২ মে থেকে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে


আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন আগামী ২ মে থেকে শুরু হবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা।

এদিন তিনি বলেন, আগামী ২ মে থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। আগরতলা শহরের দুটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং চারটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সাথে তিনি যোগ করেন, এবছর ২৬৫২ জন শিক্ষক-শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত থাকবেন। সেই সাথে প্রধান পরীক্ষক থাকছেন ১১০ জন। আগামী ১০ জুনের মধ্যে ফলাফল ঘোষণা পরিকল্পনা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, জানান তিনি।