উমাকান্ত একাডেমীর এনএসএস ইউনিটের উদ্যোগে শুরু বিশেষ রক্তদান শিবির


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ উমাকান্ত একাডেমীর এন এস এস ইউনিটের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ রক্তদান শিবির৷ বৃহস্পতিবার তারই অঙ্গ হিসাবে সুকল প্রাঙ্গণে আয়োজন করা হয় রক্তদান শিবিরের৷ শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সুকলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা৷ শিবিরের সূচনা করে মন্ত্রী টিঙ্কু রায় বলেন রাজ্যে রক্তদান জন আন্দোলনে পরিণত হয়েছে৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যব্যাপী হচ্ছে রক্তদান শিবির৷ তবে এই আয়োজন যাতে নিরন্তর চলতে থাকে৷ এই আয়োজন যাতে থেমে না যায় তার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কু রায়৷