শিলচরে সিটুর বিক্ষোভ


শিলচর (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : সেন্ট্রার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিটু) বিক্ষোভ দক্ষিন অসমের শিলচরে । আজ বৃহস্পতিবার সহকারী শ্রম আযুক্তের কার্যালয়ের সামনের নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবীর পরিপ্রেক্ষিতে প্রায় শতাধিক শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেন । বিক্ষোভ শেষে তারা স্মারক পত্র প্রদান করেন ।

দাবিগুলির অন্যতম, অবিলম্বে শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া ও পেনশন প্রাপকদের সার্টিফিকেট প্রদান করা ।

একই সঙ্গে দিল্লিতে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্দোলন চালিয়ে যাওয়া আন্তর্জাতিক স্তরের মহিলা ক্রীড়াবিদদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা বৃহস্পতিবার বিক্ষোভ কার্যসূচীতে অংশ গ্রহণ করেন । বিক্ষোভ চলাকালীন বক্তারা বলেন, দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদদের গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার পরও সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করেননি । এ ঘটনা নজিরবিহীন।

অভিলম্বে অভিযুক্তের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন সিটুর বিদ্যুত দেব, সুপ্রিয় ভট্টাচার্য্য, সুরজিৎ ঘোষ, মহিলা সমিতির প্রতিমা পাল প্রমুখ।