BRAKING NEWS

একদিনে রাজ্যের করোনা সংক্রমণ আক্রান্ত আড়াইশোর বেশি


কলকাতা, ২৭ এপ্রিল(হি.স.) : ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। রাজ্যে ক্রমশই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা বাংলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫৩। মৃত্যু হয়েছে একজনের। পজিটিভিটি রেট ১৪.০৪ শতাংশ।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের অ্য়াকটিভ কোভিড রোগীর সংখ্যা ১৯০২। এর মধ্যে ৮২ জন ভরতি হাসপাতালে। বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে। এই মরশুমে এর আগে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে বেশিরভাগই বয়স্ক। কোমর্বিডিটির কারণেই করোনা পজিটিভ হওয়ার পর তাঁদের শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে ভিড় এড়ানো, ফের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজেও এ বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন। সপ্তাহের মাঝে দেখা গেল, সত্য়িই করোনা সংক্রমণ বেড়েছে অনেকটা। কলকাতা হাই কোর্টে ইতিমধ্যেই জারি হয়েছে কোভিড বিধি। মাস্ক-স্যানিটাইজারের ব্যবহার ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *