আরজেডি সুপ্রিমো লালু যাদবের সঙ্গে দেখা করলেন অখিলেশ যাদব


নয়াদিল্লি, ২৭ এপ্রিল(হি.স.) : বৃহস্পতিবার রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টির (সপা) জাতীয় সভাপতি অখিলেশ যাদব।

বৈঠকের পরে অখিলেশ যাদব ছবিটি টুইট করে লিখেছেন, লালু প্রসাদ যাদবের সাথে তাঁর ‘কুশলক্ষেম-সভা’ হয়েছে। অন্যদিকে, আরজেডি দুই নেতার বৈঠকের ছবি টুইট করে লিখেছে, আজ সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব নয়াদিল্লিতে জাতীয় সভাপতি লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেছেন।
উল্লেখ্য, এই বৈঠককে বিরোধী ঐক্য শক্তিশালী করার প্রেক্ষাপটে দেখা হচ্ছে।