কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনে বাঙালিদের অসম্মানের অভিযোগ উঠল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় পুলিশে অভিযোগ জানিয়েছেন।
ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনে বাংলায় একটি প্রবাদ আছে, ‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়।‘ এই প্রবাদের অনুকরণেই বিজ্ঞাপনের বাংলা ভার্সানের সংলাপে বলা হয়, ‘সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটেই শুয়ে পড়ে।‘ বিষয়টিকে ঠাট্টা হিসেবে দাবি করা হয় এবং তাতে নওয়াজউদ্দিনকে হাসতে দেখা যায়। এতেই আপত্তি আইনজীবী দিব্যায়নের। তাঁর ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনটির হিন্দি ভার্সান নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু, বিজ্ঞাপনের বাংলা ভার্সানে বাঙালিদের অপমান করা হয়েছে এবং তা বাঙালির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ। শুধু নওয়াজই নন, ঠান্ডা পানীয় সংস্থার সিইওর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও প্রকাশ্যে ওই বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে ওই সংস্থা। টুইটে সংস্থার তরফে জানানো হয়, ‘এই ধরনের বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য তারা তীব্র অনুশোচনা অনুভব করছে। বিষয়টি অনিচ্ছাকৃত এবং সমস্ত বাংলা প্রচার মাধ্যম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।‘