পূর্ব মেদিনীপুর, ২৬ এপ্রিল (হি. স.) : কাঁথি পুরসভায় স্টল দুর্নীতিতে জড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর নাম। সৌমেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার। তাঁকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ।
স্টল বন্টনে মোটা টাকার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। তা নিয়ে লিখিত অভিযোগ হয়েছিল কাঁথি থানায়। এই মামলার তদন্তে সৌমেন্দুকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেফতার হয়েছেন সৌমেন্দুর গাড়ির চালক গোপাল সিং সহ একাধিক জন। এবার মঙ্গলবার রাতে গ্রেফতার হলেন জাভেদ।
ওই পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জাভেদ। আগে তৃণমূল করলেও শুভেন্দু অধিকারীর দলবদলের পরপরেই দল বদল করেন তিনি। গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু’র হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা তুলে নিয়েছিলেন তিনি। অভিযুক্তের পেশা ঠিকাদারি। তিনি এতটাই ‘অধিকারী’ ঘনিষ্ঠ যে ২০১৯ সালে লন্ডনে ক্রিকেট বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন সৌমেন্দুর সঙ্গে।