কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : অমর্ত্য সেনের বাড়ি ভাঙার চেষ্টা হলে তিনি সেখানেই ধরনায় বসবেন। বুধবার নবান্নতে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্কে আগেই হস্তক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে বাড়ি গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে তাঁর জমির কাগজপত্র দিয়ে এসেছিলেন তিনি। তার পরেও জমি দখলের অভিযোগ নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই নোবেলজয়ী অর্থনীতিবিদের জমি নিয়ে সংঘাত থামার নাম নেই।
সম্প্রতি অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তাই নিয়ে সরব হয়েছেন বুদ্ধিজীবীদের একাংশ। এবার এই ঘটনায় সরাসরি নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।