কুস্তি কাণ্ড: এফআইআর নেওয়ার জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৫ এপ্রিল(হি.স.) : কুস্তি কাণ্ডে জেরবার সরকার। আজ মঙ্গলবার দিল্লি পুলিশকে এফআইআর নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিপদে পড়লেন ব্রিজ ভূষণ। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশে প্রতিবাদী কুস্তিগীরদের মধ্যে খুশির হাওয়া।

উল্লেখ্য, গতকাল ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যাতে এফআইআর নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন সাতজন অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে। কুস্তিগীরদের মামলাটিকে গুরুত্ব দিয়েছে শীর্ষ আদালত।

কুস্তিগীরদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত এদিন দিল্লি পুলিশকে এফআইআর নেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, মোট সাতটি অভিযোগ করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। সব অভিযোগেরই তদন্ত করা হচ্ছে। শীর্ষ আদালতে কুস্তিগীরদের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।