নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ মঙ্গলবার রাজ্যে অনুষ্ঠিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা৷ সারা রাজ্যব্যাপী ১৫ টি সেন্টারে ৫ হাজার ৬ শত ৩৬জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে৷ আগরতলা শহর এলাকার নয়টি কেন্দ্রে এবং রাজ্যের অন্যান্য স্থানে আরো ছয়টি কেন্দ্রের এই পরীক্ষা গ্রহণ করা হয়৷ রাজধানী আগরতলা শহরের মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় শুধুমাত্র ছাত্রীদের পরীক্ষা গ্রহণ করা হয়৷ পরীক্ষা গ্রহণ কেন্দ্রে এক শিক্ষিকা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ সবকটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রেই পরীক্ষা শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে বলে খবর মিলেছে৷
2023-04-25