ভারতীয় সিভিল অ্যাকাউন্টস সার্ভিসের কর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে ভারতীয় সিভিল অ্যাকাউন্টস সার্ভিসের (২০১৮-২০২১ ব্যাচ) কর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি মুর্মু অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেন, তরুণ অসামরিক কর্মচারী হিসাবে তাঁরা জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করবেন এবং সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে সমুন্নত রাখবেন বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি দেশের জনকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করার জন্য কর্তাদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ভারতীয় সিভিল অ্যাকাউন্টস সার্ভিস নিশ্চিত করেছে যে অ্যাকাউন্টিং প্রক্রিয়া এবং অ্যাকাউন্টিং রিপোর্টগুলি সরকারে আর্থিক জবাবদিহি এবং জনপ্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করার একটি উপায় হয়ে উঠেছে। পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটি ভালো ব্যবস্থা দেশে ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়তা করে। রাষ্ট্রপতি বলেন, যান্ত্রিকীকরণ ও প্রযুক্তির ব্যবহার দেশের শাসন ব্যবস্থার মাপকাঠিতে পরিবর্তন এনেছে। আমরা শাসন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারে দ্রুত পরিবর্তন দেখেছি। ডিজিটাইজেশন এবং অনলাইন সেবা প্রদান জনপ্রশাসনে স্বচ্ছতা অনেকাংশে বৃদ্ধি করেছে।