কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : বিরোধী জোট তৈরির ভাবনায় নবান্ন-র বৈঠক নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর মঙ্গলবার তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
সোমবার নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবও৷ এই নিয়ে কটাক্ষ করে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‘এর আগে সিপিএমের হরকিষণ সিং সুরজিত ঠিক এই জিনিসটাই করতেন। এই করে করে তাঁর নিজের পার্টি উঠে গেল। গত বার আমরা দেখলাম মমতা সেই ভূমিকা নিয়েছেন। পটনা, মুম্বই, লখনউ ঘুরে বেড়ালেন। তাঁর এক ডজন সিট কমে গেল। পার্টিটা লোকাল পার্টি হয়ে গেল। এখন নীতীশ কুমারের হাতে কোনও কাজ নেই। একজন ছোকরা তাঁকে ধাক্কা মারছেন, সরিয়ে দেওয়ার জন্য। তাই তিনি তীর্থযাত্রায় বেরিয়েছেন।’’ পাশাপাশি রাজনৈতিক বৈঠক কেন বাংলার মুখ্য প্রশাসনিক ভবন নবান্নে হল, সেই প্রশ্নও তুলেছেন দিলীপবাবু।