কানকি, ২৫ এপ্রিল (হি. স.) : উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার কানকি শিমুলিয়া এলাকার রাজ্য সড়কে চলন্ত গাড়িতে আগুন।মঙ্গলবার ঘটনাটি ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক সহ ২ জন।
কবুতর খুকি এলাকার বাসিন্দা হাজি মীর মাসুদ আলম নামে এক ব্যক্তি কানকি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলিয়া এলাকায় গাড়ির ক্লাচ প্লেট জাম হয়ে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় এলাকায় ব্যাহত হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ ও দমকল। তবে দমকল আসার আগেই গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।