নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজ্যের প্রতিটি জনগোষ্ঠীর ক’ষ্টি ও সংস্ক’তিকে যে কোনও মূল্যে রক্ষা করতে হবে৷ বৈশাখী মেলা আমাদের ক’ষ্টি ও সংস্ক’তিরই অঙ্গ৷ এই ক’ষ্টি ও সংস্ক’তি ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক৷ রাজ্যের বর্তমান সরকার এই সংস্ক’তিকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর৷ গতকাল সন্ধ্যায় বিশালগড় নিউ মার্কেট প্রাঙ্গণের মুক্তমে’ ৬ দিনব্যাপী বিশালগড় বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে ক’ষি ও ক’ষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন আধুনিকতার দরকার, কিন্তু নিজের ঐতিহ্য সংস্ক’তিকে ভুলে নয়৷ রাজ্যের বর্তমান সরকার নিজেদের চিরাচরিত সংস্ক’তিকে তুলে ধরে নতুন প্রজন্মকে এতে বেশি করে সামিল করার নানা উদ্যোগ নিয়েছে৷ বর্ষবরণ, বৈশাখী মেলার মতো অনুষ্ঠান এ ধরনের উদ্যোগের অঙ্গ৷ এই উদ্যোগে বর্তমান প্রজন্মকে যত বেশি করে সামিল করা যাবে সমাজ তত উপক’ত হবে৷ নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে তত দূরে রাখা যাবে৷
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুুশান্ত দেব৷ স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী মেলা কমিটির কনভেনার রতন দেব৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেটের চেয়ারম্যান হরিদাস ভৌমিক৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অ’য় পুরকায়স্থ, সিপাহীজলা জিলা পরিষদের এগ্রি স্ট্যাণ্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ৷ বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেট কমিটির উদ্যোগে এবং তথ্য ও সংস্ক’তি দপ্তর, বিশালগড় পুরপরিষদ ও সিপাহীজলা জিলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা ২৯ এপ্রিল পর্যন্ত চলবে৷ এতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনীমূলক স্টল খোলা হয়েছে৷ প্রতি সন্ধ্যায় হবে মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান৷