BRAKING NEWS

কৃষি দপ্তরের সিজন্যাল লেবারদের দৈনিক মজরি বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷  কৃষি ও কৃষক  কল্যাণ দপ্তরের অধীনে নিযুক্ত সারা রাজ্যের সমস্ত সিজন্যাল লেবারদের দৈনিক মজরি এখন থেকে ৩৮৫ টাকা করা হয়েছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে নিজ অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা জানান৷ তিনি জানান, সারা রাজ্যে কৃষি ও উদ্যানপালন দপ্তর মিলিয়ে মোট ১৩২১ জন সিজন্যাল লেবার রয়েছে৷ কৃষি দপ্তরের অধীনে রয়েছে ৭১৫ জন এবং উদ্যানপালন দপ্তরের অধীনে রয়েছে ৬০৬ জন শ্রমিক৷ তারা সবাই এখন থেকে দৈনিক ৩৮৫ টাকা মজরি পাবে৷ এই সিদ্ধান্ত কার্যকরি করা হয়েছে গত ১ এপ্রিল ২০২৩ থেকে৷ কৃষিমন্ত্রী জানান, গত ২০ এপ্রিল তিনি নাগিছড়াস্থিত উদ্যানপালন গবেষণা কমপ্লে’টি পরিদর্শন করেন এবং সিজন্যাল শ্রমিকদের মজরি সম্পর্কে অবগত হন এবং অনুধাবন করেন তাদের মজরি বাড়ানোর বিষয়টি নিয়ে৷ এই মজরি বাড়ানোর ফলে শ্রমজীবী সম্পদায়ের মানুষ অনেক উপকৃত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ সাংবাদিকদের এক প্রশের উত্তরে তিনি জানান, বর্তমানে রাজ্যে খাদ্যশস্যের মোট চাহিদা ৯ লক্ষ ৩৭ হাজার মেট্রিকটন৷ খাদ্যশস্যের উৎপাদন রয়েছে ৮ লক্ষ ৭১ হাজার মেট্রিকটন৷ তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছরে উৎপাদন ছিল ৮ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন৷ তিনি আরও জানান, গত পাঁচ বছরে তেঁতুল, বেল, কাঁঠাল, আদা, পান পাতা, লেবু ইত্যাদি বিভিন্ন কৃষি উৎপাদিত ফল বহির্রাজ্যে এবং বহির্বিশ্বে দপ্তরের উদ্যোগে রপ্তানি করা হয়েছে৷ এতে ১৮ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *