নিখোঁজ স্বামীকে ফিরে পেতে থানায় দ্বারস্থ অসহায় স্ত্রী

আগরতলা, ২৪ এপ্রিল (হি.স.) : নিখোঁজ স্বামীকে ফিরে পেতে থানায় দ্বারস্থ হয়েছেন অসহায় স্ত্রী। জমি দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেছেন অপহরণকারীরা এমটাই অভিযোগ নিখোঁজ ব্যক্তির পরিবারের সদ্যসদের। ওই ঘটনায় ছিনাইহানি বৈশ্যপাড়ার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলায় ছিনাইহানি বৈশ্যপাড়ার বাসিন্দা ছিলেন সন্তোষ দাস। পেশায় তিনি ঠিকেদারের কাজ করতেন। তাঁর স্ত্রীর অভিযোগ, রবিবার সকাল আটটা নাগাদ তিন ব্যক্তি গাড়ি করে জমি দেখানোর কথা বলে নিয়ে গিয়েছিলেন তাঁর স্বামীকে। এরপর থেকেই এখনো পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না । তিনি আরও অভিযোগ করেন, অপহরকারী ৩ ব্যক্তি কিছুদিন আগে তাঁর স্বামীর উপর গুলিও চালিয়েছিলেন। শুধু তাই নয়, তাঁকে প্রাণে মারার হুমকিও দিয়েছিলেন। সন্তোষের সাথে ওই তিনজনের ঠিকেদারী কাজ নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। তাই তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন বলে জানান নিখোঁজের স্ত্রী।

তিনি বলেন, ২৪ ঘন্টা পার হতে চলেছে কিন্তু এখনো তাঁর স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য এয়ারপোর্ট থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তিনি। কিন্তু থানায় জানানো হলে পুলিশ তাঁর স্বামীকে খোঁজা শুরু করেনি না বলে অভিযোগ নিখোঁজের স্ত্রীর।