হাইলাকান্দি (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলার সমবায় সমিতিগুলির অংশীদারদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
হাইলাকান্দি জেলার সমবায় সমিতিগুলির সহকারী পঞ্জিয়ক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০০৭ সালের অসম সমবায় সমিতি আইনের ২৬ (৩) ধারা অনুসারে জেলার সব সমবায় সমিতির ২০২৩-২০২৪ সালের খসড়া ভোটার তালিকা গত ২০ এপ্রিল নিজ নিজ সমবায় সমিতির কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই খসড়া তালিকায় কোনও অংশীদারের দাবি-আপত্তি থাকলে আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিজ নিজ সমবায় সমিতির কার্যালয়ে সংশোধনের জন্য আবেদন জানানোর অনুরোধ জানানো হয়েছে।