নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী রাজ্যের বিমান পরিবহন সেক্টরের উন্নতিকল্পে যে সমস্ত প্রস্তাবসমুহ কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেই প্রস্তাবসমূহ কেন্দ্রীয়মন্ত্রীকে অবহিত করেন৷ রাজ্যের জনগণের স্বার্থে দ্রত এই সকল প্রকল্প প্রস্তাবগুলো অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন৷কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সাথে আলোচনায় মুখ্যমন্ত্রী আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করা এবং রাতে এমবিবি বিমানবন্দরে বিমান চলাচলের বিষয়টি তুলে ধরেন৷ এছাড়াও মুখ্যমন্ত্রী কৈলাসহরের হীরাছড়ায় গ্রিণ ফিল্ড এয়ারপোর্ট নির্মাণ, পুনরায় রাজ্যে কার্গো সার্ভিস চালু, আগরতলা-মুম্বাই, আগরতলা-হায়দ্রাবাদের মধ্যে সরাসরি বিমান চালানোর জন্য অনুরোধ জানান৷ তাছাড়াও মুখ্যমন্ত্রী কৈলাসহর বিমানবন্দরকে চালু করা এবং রাজ্যের প্রস্তাবিত ৬টি স্থানে হেলি-পোর্ট নির্মাণের জন্য কেন্দ্রীয় মন্ত্রকের অনুমোদনের জন্য অনুরোধ জানিয়েছেন৷