ভলিবল সংস্থার বৈঠকে সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।। স্কুল স্তরের বালিকাদের মধ্যে একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে। যদিও ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে স্কুলের গরমের ছুটিতে। আজ, রবিবার ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিশেষতঃ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী আজকের বৈঠকে আসন্ন গরমের ছুটিতে ভলিবল রেফারিদের নিয়ে একটি ক্লিনিকের আয়োজন করা হবে বলেও স্থির হয়েছে। মূলতঃ ভলিবল খেলার আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবহিত করা এই ক্লিনিকের মূল লক্ষ্য। এছাড়া, কুমারঘাটে সদ্য সমাপ্ত কৃষ্ণচন্দ্র সাহা মেমোরিয়াল ভলিবল চ্যাম্পিয়নশিপ দারুনভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তাদের বিশেষ করে বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে টুর্নামেন্ট পরিচালন কমিটিকে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। এ বিষয়ে পরিচালন কমিটির উদ্দেশ্যে একটি অভিনন্দন বার্তাও তৈরি করা হয়েছে। উল্লেখ্য, প্রয়োজনীয় পর্যালোচনা শেষে জেলা স্তরে প্রাইজমানি প্রদান করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষে ত্রিপুরা ভলিবল এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক চন্দন সেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *