বনমালীপুর রামঠাকুর আশ্রমে অক্ষয় তৃতীয়া উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ রবিবার শুভ অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথিতে দেহত্যাগ করেছিলেন রাম ঠাকুর৷ রাজধানীর বনমালীপুরস্থিত রামঠাকুর আশ্রমে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় অক্ষয় তৃতীয়া৷ কথিত আছে কলিযুগ থেকে মুক্তি দিতেই এই ধরাতে আগমন ঘটেছিল রাম ঠাকুরের৷ এইদিন রাজধানীর বনমালীপুরস্থিত রামঠাকুর আশ্রমে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় অক্ষয় তৃতীয়া৷ এইদিন সকাল থেকে রাম ঠাকুর আশ্রমে চলে রাম ঠাকুরের ভক্তি মূলক গান পরিবেশন৷ একই সাথে চলে পূজার্চনা৷ আশ্রমে ভক্তরাও সকাল থেকে ভিড় জমায়৷ বনমালীপুরস্থিত রাম ঠাকুর আশ্রমের সম্পাদক স্বপন কুমার বনিক জানান রাম ঠাকুরের ৭৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্ণে এইদিন সকাল থেকে বনমালীপুর রাম ঠাকুর আশ্রমে প্রভাতি অনুষ্ঠান শুরু হয়৷ এইদিন দুপুরে প্রদান করা হবে রাজ ভোগ৷ দুপুরে সকল ভক্তর জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে৷ এছারাও রাতের বেলা অনুষ্ঠিত হবে সত্য নারায়ন পুজা৷ পুজা শেষে বিতরণ করা হবে প্রসাদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *