BRAKING NEWS

প্রতাপগড় বিষ্ণুপ্রিয়া চতুষ্পাটিতে ১০ দিবসীয় কর্মশালা সমাপ্ত

পাথারকান্দি (অসম), ২৩ এপ্রিল (হি.স.) : সংস্কৃত অধ্যয়ন ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে রবিবার করিমগঞ্জ জেলার পাথারকান্দি কেন্দ্রের তিনখানস্থিত প্রতাপঘর বিষ্ণুপ্রিয়া চতুষ্পাটিতে দশ দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির সম্পন্ন হয় ।

দেবী সরস্বতীর মূর্তিতে পুষ্প অর্পণ করে কর্মশালা অনুষ্ঠানে পৌরহিত্য করেন এসএমডিসি সভাপতি শ্যামকৃষ্ণ সিনহা । উপস্থিত থাকেন করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা গীতা সাহা, বিজ্ঞান শিক্ষক ননী কুমার সিনহা, রগুনাথ মহেশ্বর চতুষ্পাটির প্রধান অধ্যাপক চঞ্চল চক্রবর্তী, অধ্যাপক অঞ্জন সিংহা, সহ-শিক্ষিকা শর্মিষ্ঠা সিনহা সহ অনেকে ।

কর্মশালায় উপস্থিত বিশিষ্টজনেরা তাদের বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংস্কৃত ভাষাকে সর্বাবস্তায় জীবনে ধরে রাখতে হবে । সংস্কৃত ভাষা যেমন মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় তেমনি অন্য ভাষাকে সম্মান জানাতে শেখায় । বর্তমানে সংস্কৃত ভাষায় প্রচার ও প্রয়োজনীয়তা রয়েছে । বক্তারা বলেন, সংস্কৃত ভারতীয় সংস্কৃতির জন্য অত্যাবশ্যক কারণ সনাতন ধর্মের সংস্কৃতি শিক্ষা খুবই দরকার ।

কর্মশালায় যোগদানকারী ৩০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয় রবিবার । প্রতাপগড় বিষ্ণুপ্রিয়া চতুষ্পাটিতে খালি হওয়া পদগুলো পূরণ করে নিয়মিতভাবে সংস্কৃত শিক্ষা প্রচার করার জন্য রাজ্যর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সনাতনী অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *