বেঙ্গালুরু, ২২ এপ্রিল(হি.স.) : কর্ণাটকে ভোটের আবহে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার ৷ তাঁর অভিযোগ, বিজেপি, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতর ও আইন বিভাগ তাঁর মনোনয়নপত্র বাতিল করার চক্রান্ত করছে ৷ শনিবার নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের এই নেতা ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷
তাঁর অভিযোগ, কর্ণাটকের একাধিক বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্রে ত্রুটি রয়েছে ৷ অথচ তাঁর মনোনয়নপত্র বাতিলের চক্রান্ত চলছে ৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকেই এর নির্দেশ গিয়েছে ৷ ওই দফতরের ফোন কলের রেকর্ড খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে ৷ তাই এই নিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন শিবকুমার ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর মনোনয়নপত্র নিয়ে যদি এমন চক্রান্ত হয়, সেক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে কী হতে পারে ?
২০০৮ সাল থেকে কর্ণাটকের কনকপুরের বিধায়ক শিবকুমার ৷ এবারও তিনি ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ জমা দিয়েছেন মনোনয়নপত্র ৷ সেই মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার চক্রান্ত চলছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি ওই সাংবাদিক বৈঠক থেকেই নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন ৷

