খুশি ও সৌভ্রাতৃত্বের এই উৎসব সকলের জীবনে সুখ-শান্তি-সমৃদ্ধি বয়ে আনুক : ওম বিড়লা

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): ঈদ উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। খুশি ও সৌভ্রাতৃত্বের এই উৎসব সকলের জীবনে সুখ-শান্তি-সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা বহন করে নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সমগ্র দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসের শেষে খুশির ঈদ, পরস্পরের সঙ্গে আনন্দ উদযাপন ও ঐক্যের বার্তা বহন করে।