নগাঁও (অসম), ২২ এপ্ৰিল (হি.স.) : খুশির ঈদের আগে অঘটন নগাঁও জেলার জুরিয়ায়। কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি। আহত হয়েছেন জনৈক মহিলা।
বিধ্বংসী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বহু বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। বন্ধ হয়েছে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। স্থানীয় সুতিরপার এলাকায় বন বিভাগের তিনটি বন শিবির পুরোপুরি তছনছ হয়ে গেছে। বুরহাচাপড়ি অভয়ারণ্যে উচ্ছেদের পর অস্থায়ী শিবিরে উচ্ছেদ হওয়া মানুষগুলো চরম সংকটে রয়েছেন। অস্থায়ী ক্যাম্প থাকা মুর্শিদা খাতুন নামের এক মহিলা গুরুতরভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে।