নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে গড়িয়া পূজা, ইদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে ১০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল ও সাধারণ জনগনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ আগরতলা পুর নিগম ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে গড়িয়া পূজা, ইদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে ১০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল ও সাধারণ জনগনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কাউন্সিলার ভাসতি দেববর্মা সহ অন্যানরা৷ মেয়র দীপক মজুমদার বলেন, বাঙালিদের সংসৃকতি অনুযায়ী উৎসবে আনন্দ উপভোগ করার জন্য দান করা হয়৷ এর অঙ্গ হিসেবে এদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র৷
2023-04-22