লংতরাইভ্যালি:- ১৫২/৭(২০)
বিলোনিয়া:- ১৫৩/৬(১৬.৫)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।।বিফলে গেলো তনুশ্রী সরকারের অর্ধশতরান। দুর্বল বোলিংয়ের খেসারত দিলো লংতরাইভ্যালি মহকুমা। রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে লংতরাইভ্যালির গড়া ১৫২ রানের জবাবে ১৯ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিলোনিয়া মহকুমা। বিজীত দলের তনুশ্রী সরকার ৫৪ রান করেছেন। শনিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে লংতরাইভ্যালি মহকুমা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে নির্বাচকদের নজর কেড়ে নেন অনুশ্রী সরকার। দুরন্ত ব্যাট করে অর্ধশতরান করার পাশাপাশি অপরাজিত থেকে যান লংতরাইভ্যালি-র ওই ওপেনারটি। ৫৪ রান করতে ৬৩ বল খেলে ১০ বার বল সীমানার বাইরে পাঠান তনুশ্রী। এছাড়া দলের পক্ষে প্রীয়াঙ্কা চক্রবর্তী ৩১ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ (অপ:) রান করেন। ওই দুজন ছাড়া লংতরাইভ্যালি-র কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় সর্বোচ্চ ৬৭ রান। বিলোনিয়ার পক্ষে দলনায়িকা শায়ন্তিকা দাস (২/১৫) এবং সুমি চক্রবর্তী (২/২৮) সফল বোলার। জবাবে কেলতে নেমে বিলোনিয়া মহকুমা ১৬.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দীপা বিশ্বাস ১০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ (অপ:), দলনায়িকা শায়ন্তিকা দাস ১০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬,হাবিতা রিয়াং ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫, পূজা সরকার ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং সোমা ত্রিপুরা ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৫৬ রান। লংতরাইভ্যালির পক্ষে পল্লবী মাগর (২/২২) সফল বোলার। এদিন পরাজিত হওয়ায় আসর থেকে কার্যত ছিটকে গেলো লংতরাভ্যালি মহকুমা।