আগরতলা, ২২ এপ্রিল (হি.স.): ত্রিপুরায় করোনা আক্রান্ত তিনজন রোগী সুস্থ হয়েছেন।বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫।
স্বাহ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে,নতুন করে ২২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।তবে,নমুনা পরীক্ষায় নতুন করে আটটি জেলায় করোনার সংক্রমণ মিলেনি।তাছাড়াও জানা যায়, রাজ্যে এখনও পর্যন্ত তিনজন রোগী সুস্হ হয়েছেন। তাতে,বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫।
উল্লেখ্য, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮০৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭০২৮ জন রোগী সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৬ শতাংশ। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

