হাওড়ায় বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১

হাওড়া, ২২ এপ্রিল (হি. স.) : হাওড়ার নিবেদিতা সেতু যাওয়ার পথে বালি টোল রোডে বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর জখম হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর ২টো নাগাদ।

ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়িটা রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে। এরপরই সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। গাড়িটির এয়ার ব্যাগ খুলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান চালক। তবে গুরুতর জখম হন দুই বাইক আরোহী। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

অভিযোগ, যে রাস্তায় দুর্ঘটনা ঘটে, সেখানে বাইক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও বাইক যাতায়াত চলেই। গাড়ির চালক অভ্রজিৎ পাল জানান, ফুলবাগান থেকে তিনি ডানকুনির দিকে যাচ্ছিলেন। নিবেদিতা সেতুর টোল প্লাজার আগে একই লেনে উল্টো দিকে থেকে একটি বাইকে দু’জন আসছিলেন। অভিযোগ, কারও মাথায় হেলমেট ছিল না। দ্রুত গতিতে গাড়িটির কাছে চলে আসে। তখনই তাঁদের বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালি থানার পুলিশ। বালি ট্রাফিক গার্ডের কর্মীরাও আসেন ঘটনাস্থলে।

দুর্ঘটনায় দুই বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক ও গাড়িটিকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।