নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ এবং ২৫ এপ্রিল মধ্যপ্রদেশ, কেরালা, দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ সফর করবেন। এই সময়ে, তিনি ২৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী ২৪ এপ্রিল মধ্যপ্রদেশের রেওয়াতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যেখানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং প্রায় ১৭,০০০ কোটি টাকার জাতীয় প্রকল্পগুলিকে উত্সর্গ করবেন।
পরের দিন ২৫ এপ্রিল, প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা দেখিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করবেন । তারপরে, প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে ৩২০০ কোটি টাকারও বেশি মূল্যের দেশের উন্নয়ন প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং উত্সর্গ করবেন।
প্রধানমন্ত্রী একই দিন সন্ধ্যায় নমো ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ পরিদর্শন করবেন এবং শিলভাসা, দাদরা এবং নগর হাভেলিতে ৪৮৫০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এরপর প্রধানমন্ত্রী দমনে দেবকা সি-ফ্রন্ট উদ্বোধন করবেন।