শ্রীনগর, ২১ এপ্রিল (হি.স.): শ্রীনগরে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ টিউলিপ গার্ডেন। সেই টিউলিপ গার্ডেন শুক্রবার থেকে বন্ধ হয়ে গেল। শুক্রবার থেকে জনসাধারণের জন্য শ্রীনগরের টিউলিপ গার্ডেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, সেই মতো এদিন থেকেই টিউলিপ গার্ডেন বন্ধ করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, টিউলিপ ফুল প্রায় শেষ হতে চলেছে, তাই টিউলিপ গার্ডেন জনসাধারণ মানুষের জন্য বন্ধ থাকছে। এ বছর গত ১৯ মার্চ উদ্যানটি খুলে দেওয়া হয়েছিল, এবার রেকর্ড সংখ্যা পর্যটক ও সাধারণ মানুষ টিউলিপ গার্ডেন দর্শন করেছেন, সংখ্যাটি প্রায় ৩.৬৫ লক্ষ।

