ঈদ উপলক্ষ্যে শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, শান্তি ও সম্প্রীতি কামনা মোদীর

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার এক বার্তায় তিনি জানান, এই উৎসব বিশ্বজুড়ে সকলকে সৌভ্রাতৃত্ব ও ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করায়। শুধু দুই দেশই নয়, সারা বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য কামনা করেছেন শ্রী মোদী।

প্রধানমন্ত্রী, ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমুখী অংশীদারিত্বকে সুসম্পর্কের রোল মডেল হিসেবে গড়ে তুলতে শ্রীমতী হাসিনার ব্যক্তিগত অবদানের ভূয়সী প্রশংসা করেন। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশের সঙ্গে ভারত আরো অনেক কাজ করতে আগ্রহী বলেও তিনি জানিয়েছেন।