নদিয়া, ২১ এপ্রিল (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর বাড়িতে হানা দিয়েছে সিবিআই। কিন্তু কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের প্রতি ‘আতিথেয়তা’য় কোনও খামতি নেই! বাড়িতে আসা সিবিআই আধিকারিকদের জন্য বিকেলে চপ, মুড়ির ব্যবস্থা করলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা।
কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেই শুক্রবার বিকেলে তৃণমূল বিধায়ক তাপসবাবুর বাড়িতে হানা দেয় গোয়েন্দা সংস্থা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বাড়িতে ঢুকে প্রথমেই সদর দরজা তালাবন্ধ করে দেন তদন্তকারীরা। তার পর থেকে চলে তল্লাশি, বিধায়ককে জিজ্ঞাসাবাদ।
তাপসবাবুর পরিবার সূত্রে খবর, সিবিআই আধিকারিকদের জন্য চা, চপ, মুড়ির ব্যবস্থাও করা হয়েছে। মুড়ি, চপ এবং চায়ের কাপ নিয়ে বাড়িতে ঢুকতে দেখা যায় এক পরিচারককে।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৬৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গত সোমবার মুর্শিদাবাদের ব়ড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। জীবনবাবুর পরিবার সূত্রে খবর, সকাল ও সন্ধ্যায় নিয়ম করে বিধায়কের বাড়িতে শসা খেতেন তদন্তকারীরা। শসা খাওয়ার সময় দরকার মতো নুনও আসত জীবনবাবুর হেঁশেল থেকে। সেই জীবনবাবুরই সতীর্থ তাপসের বাড়িতে সিবিআই আধিকারিকদের জন্য চপ, মুড়ির ব্যবস্থা হল।