নিউইয়র্ক ও নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সুদানের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, বাস্তবসম্মত এবং কার্যকর অস্ত্রবিরতির লক্ষ্যে পৌঁছতে কূটনৈতিক কি উপায় গ্রহণ করা যায়, মূলত তা নিয়েই অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে তাঁর কথা হয়েছে। ইউক্রেন সংঘাত এবং ভারতের জি-২০ সভাপতিত্ব-সহ অনেক বিষয়েই তাঁদের মধ্যে কথা হয়।
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, আমাদের মধ্যে খুব ভাল আলোচনা হয়েছে, সুদান পরিস্থিতি নিয়েই বেশি কথা হয়েছে আমাদের। এছাড়াও জি-২০ এবং ইউক্রেন সংঘাত নিয়েও আলোচনা করেছি। সুদানে, রাষ্ট্রসঙ্ঘ একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং এটি সত্যিই গুরুত্বপূর্ণ কারণ এই মুহুর্তে, যুদ্ধবিরতি না হলে এবং করিডোর না থাকলে, মানুষের পক্ষে সত্যিই বেরিয়ে আসা নিরাপদ নয়। একইসঙ্গে জয়শঙ্কর বলেছেন, আমি গায়ানা, পানামা, কলম্বিয়া এবং ডোমিনিকান রিপাবলিক যাচ্ছি।
প্রসঙ্গত, গায়ানা, পানামা, কলম্বিয়া এবং ডোমিনিকান রিপাবলিকে ৯ দিনের সফরে রওনা হচ্ছেন ডক্টর এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী হিসাবে ল্যাটিন আমেরিকান এবং ক্যারিবিয় দেশগুলিতে এটাই তাঁর প্রথম সফর। বৃহস্পতিবার অপরাহ্নে নিউইয়র্ক পৌঁছে রাষ্ট্রসংঘের সদর দফতরে আন্তনিয়ো গুতেরেসের সঙ্গে দেখা করেন তিনি।

