নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.) : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশের অগ্রগতির জন্য জনগণনা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেন্দ্রীয় সরকার তা পিছিয়ে দিচ্ছে।
শুক্রবার খড়গে টুইট করেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের জনকল্যাণমূলক পরিকল্পনা এবং দেশের অগ্রগতির জন্য আদমশুমারি জরুরি।
খড়গে বলেন, আদমশুমারির তথ্য ছাড়া সরকারি প্রকল্পগুলি বাস্তবায়ন করা খুব কঠিন। এমন পরিস্থিতিতে আদমশুমারি এখন সময়ের দাবি। খড়গে বলেন, তিনি শুনেছেন যে সরকার ২০২৪ সাল পর্যন্ত আদমশুমারি স্থগিত করেছে। কেন এটা করা হচ্ছে তা সরকারের বলা উচিত। উল্লেখ্য, এর আগে কংগ্রেসও বর্ণভিত্তিক আদমশুমারির দাবি জানিয়েছে।