BRAKING NEWS

ব্লু টিক ফেরত পেতে আবেদন অমিতাভ বচ্চনের, করলেন টুইট

মু্ম্বই, ২১ এপ্রিল (হি. স.) : টুইটারের মালিক এলন মাস্ক আগেই জানিয়েছিলেন, নতুন নিয়ম অনুযায়ী বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা না দিলে এবার থেকে আর মিলবে না ব্লু টিক । সেই নিয়ম অনুযায়ী শুক্রবার সকালেই ব্লু টিক হারিয়েছেন একগুচ্ছ সেলিব্রিটি। এই সেলেবদের তালিকায় যেমন রয়েছেন বলিউডের শাহরুখ খান, অমিতাভ বচ্চন, তেমনি রাজনীতির জগত থেকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা। তবে নীল টিক ফেরত পেতে সবার আগে পদক্ষেপ নিলেন বলিউড সুপারস্টার শাহেনশা অমিতাভ বচ্চন।

টুইটারে ব্লু টিক ফেরত পেতে তিনি এদিন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়েছেন এবং টুইটার কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি টুইটও করেছেন। অমিতাভ বচ্চন এদিন টুইট করে লেখেন, “এ টুইটার ভাইয়া! শুন রহে হো? অব তো প্যায়সা ভি ভর দিয়া হ্যায় হম… তো ও জো নীল কমল হোতে হ্যা না, হমারে নাম কে আগে, ও তো বাপস লগায় দে ভাইয়া, তাকি লোগ জান জায়ে কী হম হি হ্যায় অমিতাভ বচ্চন। হাত তো জোড় লিয়ে রহে হম। অব কা হোড়বা জোড় পড়ি কা?” ব্লু টিক ফেরত পেতে অমিতাভ বচ্চনের এই মজার টুইট ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *