কালবৈশাখী ঝরে একশ বছরের পুরনো বটবৃক্ষ ভূপাতিত তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া পুরপরিষদের অন্তর্ভুক্ত ১২ নং ওয়ার্ড এর অধীন গৌরাঙ্গটিলা দুর্গা মন্দিরস্থিত ১০০ বছরের পুরানো বটবৃক্ষ ঝড়ের তান্ডবের উপরে পড়েছে৷ তাতে ব্যাপক ক্ষতি হয়েছে৷  বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝরে উপরে দিল ১০০ বছরের পুরানো বট বৃক্ষ, ক্ষতিগ্রস্ত দুর্গামন্দির৷ ঘটনার বিবরণে জানাযায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টা নাগাদ  আচমকা ঝোড়ো হাওয়ায় তেলিয়ামুড়া পুরপরিষদের অন্তর্ভুক্ত ১২ নং ওয়ার্ড এর অধীন গৌরাঙ্গটিলা দুর্গা মন্দিরস্থিত ১০০ বছরের পুরানো বটবৃক্ষ উপরে পড়ার ফলে দুর্গা মন্দির অঙ্গওয়াড়ী কেন্দ্রটি পুরো অংশ ভেঙ্গে যায়৷ এছাড়াও শুক্রবার সকাল নাগাদ গাছের  ঠাল ভেঙ্গে পাশের এক বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়৷৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার সহ অন্যান্যরা৷ দ্রুত গাছ সরানোর উদ্যোগ গ্রহন করা হয়৷ সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন দপ্তরের কর্মীরাও৷ উভয়ের সহযোগিতায় গাছ সরানো হয়  বলে জানান তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার৷ তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে সহযোগিতা করার ব্যবস্থা করবেন বলেও জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *