হাইলাকান্দি (অসম), ২০ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি শহরের বিশিষ্ট ব্যবসায়ী দুর্গেশ রঞ্জন পাল (দুলন) আর নেই। আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দুর্গেশ পাল। মৃত্যুকালে প্রয়াত পালের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, চার ভাই, চার বোন, ভগ্নিপতি সহ বহু আত্মীয়-পরিজন এবং গুণমুগ্ধকে।
প্ৰয়াতের পারিবারিক সূত্রে জানা গেছে, অতি সম্প্ৰতি হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছিল দুলন পালকে। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যৰ্থ করে আজ সকাল দশটা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাইলাকান্দির শান্তিবন মহাশ্মশানে আজ বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
দুর্গেশ রঞ্জন পালের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। দুলন পালের মৃতুতে মর্মবেদনা ব্যক্ত করে তাঁর শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক হারাণ দে সহ বহুজন।

