বেঙ্গালুরু, ২০ এপ্রিল (হি.স.): খুব বেশি দিন আর বাকি নেই, কর্ণাটকে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। দক্ষিণ ভারতের এই রাজ্যে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের প্রচার। বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
এদিন বিজেপি ও কংগ্রেস উভয় শিবিরের অনেকজন নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। হুবলি-ধারওয়ার-সেন্ট্রাল বিধানসভা আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিজেপি নেতা মহেশ তেনগিনকাই, সেই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশী। আবার এদিনই মনোনয়ন জমা দিয়েছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের ভাই ডি কে সুরেশ। সুরেশ আবার বেঙ্গালুরুর সাংসদও। তিনি কনকপুরা বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন।

